সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বাবার উদ্বেগ : হোসাইন মকবুল


প্রকাশিত:
২১ জুন ২০২০ ২১:৫৫

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৮

 

বিশ্বব্যাপী প্রাণঘাতী ‘করোনা’-র
সচিত্র খবর টিভি পর্দায়;
সন্তান বিদেশে, উদ্বিগ্ন বাবা,
আতঙ্কের পাথর চেপে বসে বুকে।
মেসেঞ্জারে কল দেয় ছেলে, বলে --
আব্বু, কেমন আছো?
ভালো আছি বাবা।
তুমি কেমন আছো?
ভালো।
বাবার বুকের ভেতর কেমন করে;
শহর এখন লক-ডাউন,
ভুতুড়ে শহরে অশুভ আতঙ্ক।

শোন বাবা,
ওপাশ থেকে ভেসে আসে
ছেলের কাঁপা কাঁপা কথা --
তুমি যেওনা বাড়ির বার।
এখন বয়স হয়েছে তোমার,
ছুঁলে করোনা রক্ষা নেই আর।
বাবা নীরবে শোনে,
চোখে ভাসে নানা দেশের
ভুতুড়ে নগর, শহর, মহামারি মৃত্যুর খবর।
হায়, কোথা থেকে এলো এ কহর!
উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটে পাথর প্রহর।

মানুষ করুক যতোই ক্ষমতার বড়াই,
দৈবশক্তির কাছে মানুষ কতো অসহায়!
হে করুণাময়, বিপদে তুমি সহায়;
করুণা করো তুমি, এ কাল প্রহর আর নয়;
দুর করো এ দুর্বিপাক, অবাঞ্ছিত আপদ।
জীবন, জীবিকা হোক নিরুদ্বেগ, নিরাপদ;
কর্ম-কোলাহলে, প্রাণচাঞ্চল্যে ভরে উঠুক জনপদ।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top