সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


ভোর বেলার ভাবনা : জান্নাতুল ফেরদৌসী


প্রকাশিত:
২২ জুন ২০২০ ২৩:২৭

আপডেট:
২৩ জুন ২০২০ ০০:০২

 

রাত্রি কেটে ভোর হলো,
নিলু তোমায় মনে পড়লো,
আচ্ছা নিলু, এখন তুমি করছ-কি?
ঘুম নিয়ে ব্যস্ত বুঝি ।
নাকি তুমি একলা বসা? আছো কেমন ।
অবসর সময়ে লিখ কবিতা, আগে তুমি লিখতে যেমন ।

তুমি যখন বসে থাক,
কাজ শেষে দুপুর বেলা,
আমায় নিয়ে ভাবতে গেলে আনমনে-কি হও কখনো?
তোমার কথা মনে হলে ইচ্ছে হয় যাই-যে ছুটে,
করুণ চোখে দেখি তোমায় কল্পনাতে ওঠো  ফুটে । 

নিলু তুমি ভালো থাকো, সুখে থাকো তোমার নীড়ে,
ভুলো না যেনো,
শেষ বেলাতে আমায় এসে ।                         

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top