এক হয়ে যাই : পুলক বড়ুয়া
প্রকাশিত:
২৩ জুন ২০২০ ২১:৩৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৫২

যে হাতে ভাই কোর্মা-পোলাও হালুয়া-রুটি খাও
সে হাতখানি দুঃখীর প্রতি একটুখানি বাড়াও ।
একটু-একটু মিলে হবে এই আমাদের অনেক
যে যার মতো নিয়ে এসে হব সবাই এক ।
শীর্ণ গায়ে জামা দেব, ক্ষুধার্তকে আহার
চোখে-মুখে দেখবে ওদের আনন্দেরই বাহার !
একটু ছেঁড়া হোক পুরনো—তোমার কাছে ফেলনা
ওদের কাছে কোনো কিছুই মোটেও নয় খেলনা ।
তোমার টেবিল উপচে পড়ে খাওয়ার ভীড়ে-মেলায়
শুকনো মুখে শূন্য চোখে ওরা হেলাফেলায় ।
ওদের সঙ্গে একটা দুপুর, একটা দিন হল:
ছুটির আমেজ নিয়ে ছুটি—এক হয়ে যাই চল !
বিষয়: পুলক বড়ুয়া
আপনার মূল্যবান মতামত দিন: