মায়ের অসুখ : জুবায়ের দুখু
প্রকাশিত:
২৭ জুন ২০২০ ২১:৩৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৫২

বাইরে ভীষণ জোছনা
ছাতিম গাছ বাতাসে এলিয়ে দিয়েছে গা
আমাদের মায়ের শরীর
ক্রমশ অসুখ,পোকার মতো বাসা বাঁধছে।
মানুষের চোখের সামনে অদূরভবিষ্যৎ দূর্ভীক্ষ নেমে আসে দ্রুত
গেরস্থের হাতে সোনালী ফসল
দোকানীর হাতে বন্দি কর্মশালা
প্রকৃতির বড্ড বেখেয়ালি আচরণ ভয়ংকর রূপ খুলে দেয়।
আমাদের মায়ের শরীর জুড়ে অসুখ বিস্তীর্ণ করে মাঠের সোনালী ফসল হয়ে
আমাদের মায়ের শরীর খেয়ে ফেলে
গেরস্থের ফসল দোকানীর ভবিষ্যৎ
মা তুমি সেরে উঠলে পৃথিবী মুচকি হাসে।
বিষয়: জুবায়ের দুখু
আপনার মূল্যবান মতামত দিন: