রঙিন ঘুড়ি : মনসুর আহমেদ
প্রকাশিত:
২৭ জুন ২০২০ ২১:৪৩
আপডেট:
২৭ জুন ২০২০ ২১:৫৯

রাত্রির নির্জনতার সাথে মিশে
কবিতার ভাঁজে ভাঁজে
গোলাপের সরস গন্ধ বাতাসে ভাসে।
ষোড়শীর আলতো স্পর্শে নিরবতা ভেঙে যায় যখন
সূর্য মামা খিলখিলে হাসে;
নিয়মতান্ত্রিক যান্ত্রিক সময় গুলি
বড্ড বেশি কুলার চেপে ধরে।
এখন আর দিবানিশি সুখ পাখিটির সুরেলা কণ্ঠ শোনি না;
গাঢ় নীল রঙের শাড়ি পরে
সেঁজুতি আর পাল উড়িয়ে রিক্সা চড়ে না।
সময় বদলে গেছে অনেক আগেই
আচমকা বুকে ঠাসা রঙ্গিন স্বপ্নীল গুলো
লোকালয়ে প্রবেশ করে রাশিরাশি স্বপ্ন বুনে।
লেখক : মনসুর আহমেদ
বিষয়: মনসুর আহমেদ
আপনার মূল্যবান মতামত দিন: