সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


শব্দবোমা : মোঃ দেলোয়ার হোসেন


প্রকাশিত:
২৭ জুন ২০২০ ২১:৫২

আপডেট:
২৭ জুন ২০২০ ২১:৫৬

 

শব্দ নিয়ে খেলতে ইচ্ছে করে
ইচ্ছে করে ভাঙতে মুখের তালা,
জটলা ভেঙে শব্দবোমার ঝড়ে
স্তব্ধ করি তীব্র-ক্ষুধার জ্বালা।

সব পিশাচের চর্বি চ্যাবন করে
ইচ্ছে করে চিত্তে চেতন আনি,
শব্দে রাঙাই সব নিরীহের তরে
রক্তচোষার টকটকে লাল পানি।

ব্যাঙ কখনো সর্দিতে নয় জরা
বৃষ্টি দেখেই সৃষ্টিতে যায় গেয়ে,
ভয় ছেড়ে দাও জীর্ণ-ভুখা-মরা
বাঁচতে শেখ মুক্ত বাতাস খেয়ে।

গর্জে উঠুক দ্রোহের শব্দবোমা
বিস্ফোরণে ফুটুক অন্ত্র-নালী,
সৎ-মানুষের স্বর্গ যখন কোমা
ফাটলে ফাটুক জব্দকরণ গালি।

ত্রাণচোরেরা খাচ্ছে লাগাম খুলে
ইচ্ছে করে বকতে হারামজাদা,
ভদ্র কথা নেয় না কানে তুলে
গাল না দিলে হয় না সোজা গাধা।

এমনি কী আর শব্দবোমা ফাটাই
বদমাশেরা জাত মারে যে ভাতে,
ইচ্ছে করে ন্যাংটা করেই হাঁটাই
আনতে বকি বজ্জাতিদের জাতে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top