আবেদন : গোবিন্দ মন্ডল
প্রকাশিত:
২ জুলাই ২০২০ ২৩:২৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৪৭

খোলা জানালায় ফিরে আসো তুমি
মনের ভেলায়,
রাতের স্নিগ্ধতায় ম্রিয়মাণ জ্যোৎস্নাধারায়,
সকালের প্রথম আলো মৃদুল রোদ্দুর মুগ্ধতায়
গাছের ছায়ায় যেন রোদঝরা দুপুর বেলায়,
কখনও শ্রান্ত বিকেলের পড়ন্ত কিরণে,
পরিবর্তিত সময়ের প্রবাহে আমিও ঘাড় ঘুরিয়ে তোমাকেই দেখি,
দেখি এই একই তুমি আলাদা আলাদা রুপে
এসেছো ভেসে
দুচোখের আলো হয়েএভাবেই তুমি এসো ভালোবেসে বারবার খোলা জানালায়
যদি পারি কখন ছুঁয়ে -দেখব তোমায়।
গোবিন্দ মন্ডল
চন্দননগর,জেলা হুগলী,
পশ্চিম বঙ্গ,ভারতবর্ষ
বিষয়: গোবিন্দ মন্ডল
আপনার মূল্যবান মতামত দিন: