স্বপনচারিনী : এম. হুমায়ুন কবির
প্রকাশিত:
৪ জুলাই ২০২০ ২১:২৭
আপডেট:
৪ জুলাই ২০২০ ২২:১২

ঘুমঘোরে এলে ওগো স্বপ্নচারিনী
মনেপরে তোমায় ভুলতে পারিনি
খুঁজেছি তোমায় মেঘের ফাঁকে
দেখেছি সন্ধ্যা তাঁরায় লুকিয়ে।
বসন্ত বাতাসে মাধবী মালতী
যেমন করে সৌরভ ছড়ায়
নিবিড় বনের শ্যামল ছায়ায়
পেয়েছি তোমায় শ্রাবণ ধারায়।
অধরের কোনে লাজুক আভা
কপোলের টোল যে মনোলোভা
চৈত্রের ক্ষড় নিঃশ্বাসে পোড়ালে
হরিণীর মতো চেড়া চোখ তুলে।
পেয়েছি তোমায় পাশাপাশি বসে
খড় কুটা দিয়ে গড়া পাখির নীড়ে
নীল ময়ূরীর বেদনার গন্ধ মুছে
ঝাউ বনে কুয়াশার অন্ধকারে।
বিষয়: এম. হুমায়ুন কবির
আপনার মূল্যবান মতামত দিন: