বৃষ্টি ঝরে যায় : শ্যামল বণিক অঞ্জন


প্রকাশিত:
৪ জুলাই ২০২০ ২৩:২৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:১৪

 

বৃষ্টি ঝরে যায়
অপার মুগ্ধতায়,
বসে জানালায়,
পথ চেয়ে থাকি আমি
তোমার প্রতীক্ষায়!
দারুণ শূন্যতায়
ডুবছি হতাশায়,
আছি ভাবনায়
কখন বলো আসবে তুমি
আলতা রাঙা পায়?
বৃষ্টি ঝরে যায়
মনটা তোমায় চায়
আমার আঙিনায়!
বৃষ্টি ঝরে যায়
বেলা যে ফুরায়
কষ্টগুলো করছে গো ভীড়
মনের বারান্দায়!
বৃষ্টি ঝরে যায়
বৃষ্টি ঝরে যায়
আপন মহিমায়!

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top