সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আগামী : সিদ্ধার্থ রায় চৌধুরী


প্রকাশিত:
৪ জুলাই ২০২০ ২৩:৩৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:৫৯

 

আমার রক্তে রাঙানো একটি রথ
পাথর ছড়ানো রাস্তায় ছুটে যায়,
অবাক দুচোখে চেয়ে চেয়ে দেখি
কুমারী জননীর গর্ভে ধরেছে কোন
রক্তের বীজ, আগামীর ইতিহাস।

এ দেহ আমার স্পর্শ পাবে কি জলের !
চেষ্টার ত্রুটি রাখিনি ভ্রূণে -
আমার রক্তে রাঙানো রথের গতি
থেকে যাবে তবু সূর্য উঠবে পথে।

এবার বলবো সূর্যের নিচে আমি
নদীর জলের মতো আশ্বাস চাই -
যাতে বাঁচে ওই দুধের শিশুটি আর
আমাকেও কত পার হতে হবে নদী।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top