সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


পৃথিবীর কাছে প্রশ্ন : আহমেদ সুমন 


প্রকাশিত:
৫ জুলাই ২০২০ ২৩:০০

আপডেট:
৫ জুলাই ২০২০ ২৩:২৮

 

নিস্তব্ধ রাতে দূর আকাশে তাকিয়ে 
কুয়াশায় আচ্ছন্ন এই পৃথিবীর কাছে 
জানতে খুব ইচ্ছে হয়;
শত আঘাত, যন্ত্রণা সহ্য করে নেওয়া 
মহীয়ান, ক্লান্ত মানুষগুলো 
কেনো আজো নির্ঘুম রাত কাটায়?
শহরের অলিতে-গলিতে আজো কেনো?
ভবঘুরের মত চরে বেড়ায়
সুদর্শন, বুদ্ধিদীপ্ত, নক্ষত্রময় যুবক।

পঙ্গু পিতা, শয্যাশায়ী মায়ের আর্তনাদ
এই পৃথিবীর বুকে কী প্রতিধ্বনিত হয়না?
শীর্ণ জামা গায়ে জড়ানো 
বোনের হৃদয়ের কোণে লালিত স্বপ্ন, 
এই পৃথিবী কী উপলব্ধি করেনা?
পথ শিশুর চোখের দিকে তাকিয়ে 
তার হৃদয়ের লুকানো ব্যাথা,
এই পৃথিবী কেনো বুঝতে পারেনা?

ক্ষুধায় কাতরানো শিশুর আর্তনাদ,
গৃহ হারা বৃদ্ধ পিতার হাহাকার, 
গৃহিণীর শূন্য উনুনের ধোঁয়ার ক্রন্দন,
এই পৃথিবী কী শুনতে পায় না?

তবে কেনো এই সবুজ ঘাস, কোকিলের কুহুতান?
কেন এই দিগন্ত জোড়া ফসলের মাঠ?
তবে চারদিকে কেনো এত সাম্যের জয়গান?

তবুও, স্বপ্ন দেখি, কান পেতে থাকি,
কোন এক নিস্তব্ধ রাতে তারকারাজি 
আমায় বলবে ;
মহীয়ান মানুষগুলো আজ ঘুমন্ত, 
সুদর্শন, নক্ষত্রময় যুবক আজ ব্যস্ত,
বোনের গায়ে আজ ফুটফুটে লাল শাড়ী, 
পথ শিশুর মুখে আজ দুরন্ত হাসি।

তৃষ্ণার্ত কাকের মতো, আজো ঘুরি আমি 
সে সুদিনের আশায়।
জীবনের তরী বেয়ে  যদি ওপারে চলে যাই
তবুও, রাতের তারা হয়ে দেখতে চাই;
আবারো এই ধূসর পৃথিবী মুখরিত হবে, 
সবুজের সমারোহে!

 

আহমেদ সুমন
ভাষাবিজ্ঞান বিভাগ,সলিমুল্লাহ মুসলিম হল 
ঢাকা বিশ্ববিদ্যালয় 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top