সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


অবরুদ্ধ হলুদ খাম : আহমেদ সুমন


প্রকাশিত:
৫ জুলাই ২০২০ ২৩:২৬

আপডেট:
৫ জুলাই ২০২০ ২৩:২৮

 

চিঠি এসেছে, চিঠি!
এমনই এক শব্দে মুখরিত ছিল এই বাংলা।
মায়ের চোখে ছিল তৃষ্ণা 
বাবার হৃদয়ে ছিল আজন্ম এক হাহাকার  
বধূর আঁচলের আড়ালে ছিল এক সমুদ্র স্বপ্ন। 

একটি হলুদ খাম 
যেন একটি মহাকাব্য, 
একজন ডাকপিয়ন 
যেন একজন স্বর্গীয় দূত,
একটি সাইকেলের হর্ণ
যেন একটি শিঙ্গার ফুঁৎকার। 

হলুদ খামে অবরুদ্ধ প্রতিটি অক্ষর ছিল
এক একটি কবিতা।
যার মৃদু স্পর্শে দুমড়ে মুচড়ে ওঠতো
আড়ালে লুকানো নব বধূর হৃদয় উদ্যান,
মায়ের চোখে বয়ে যেত জলতরঙ্গ 
আর,প্রবল আনন্দ আবেগে 
বাবা হত বাকরূদ্ধ। 

পিতার চিঠি পেয়ে আনন্দে বিহ্বল হতো সন্তান
ভাইয়ের চিঠি পেয়ে বোন খুঁজে পেত স্নেহের বাঁধন,  
ছেলের চিঠি পেয়ে থেমে যেত বিধবার ক্রন্দন।

কালের গহ্বরে আজ বিলীন 
সেই আনন্দ, উল্লাস আর আবেগ, 
আধুনিকতার করাল গ্রাসে 
এই পৃথিবী আজ নিস্তব্ধ।

জানি, কভুও ফিরে আসবেনা 
সেই সোনালি দিন।
তবুও আচমকা এই হৃদয়ে 
এখনো বেজে ওঠে সেই শব্দ;
চিঠি এসেছে, চিঠি! 
এখনো চোখে ভেসে ওঠে 
একটি হলুদ খাম;
যেখানে অবরুদ্ধ ছিল হাজারো স্বপ্ন! 

 

আহমেদ সুমন
ভাষাবিজ্ঞান বিভাগ,সলিমুল্লাহ মুসলিম হল 
ঢাকা বিশ্ববিদ্যালয় 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top