সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


কেন তাঁর দেহ রক্তাক্ত হলো : মীর আবদুর রাজজাক


প্রকাশিত:
৬ জুলাই ২০২০ ২১:১৮

আপডেট:
৬ জুলাই ২০২০ ২১:৩২

 মীর আবদুর রাজজাক

 

সবুজ দুর্বা ঘাসে ভরা দেশ আমার,
রাখালের বাঁশির সুর, ভাটিয়ালি ভাওয়াইয়া গানে মাতোয়ারা, মাঠে মাঠে কৃষকের লাঙল চাষের ধুম,
স্বাধীনতার আনন্দে উল্লাস, কোথাও জয় বাংলা গানের সুরের ঝংকার মথিত করছে আকাশ-বাতাস,
হঠাৎ থেমে গেলো কোলাহল-আনন্দ উল্লাস।
বাতাসে  রক্তাক্ত লাশের গন্ধ।
দ্যাখ চেয়ে ঐ বাড়ির সিড়িতে পড়ে আছে আমাদের টাইগার,
দ্যাখ চেয়ে আমাদের বীর ওডিসিয়াস রণক্লান্ত,
দ্যাখ চেয়ে আমাদের জুলিয়াস সিজার
মুখে লাল-সবুজের পতাকা নিয়ে
একটা পুরোদেশ হয়ে আছে।
কেন তাঁর দেহ রক্তাক্ত হলো?
ওরা কেন তাঁর প্রতি এতো নির্দয় হলো?

দ্যাখ তাঁর মাথা থেকে রক্ত ঝরছে,
দ্যাখ তাঁর বুক থেকে রক্ত ঝরছে,
দ্যাখ তাঁর কপাল থেকে রক্ত ঝরছে,
দ্যাখ তাঁর পা থেকে রক্ত ঝরছে।
এই রক্ত গড়িয়ে সূর্যের আলোতে এসেছে
এই রক্ত গড়িয়ে সবুজ বনানীতে যাচ্ছে
এই রক্ত গড়িয়ে প্রতিটি মানুষের কাছে যাচ্ছে
এই রক্ত সব সময় প্রবহমান।

দ্যাখ তাঁর রক্তের ধারা থেকে উচ্চারিত হচ্ছে-
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"
আমি তাঁর সংগে কথা বলতে চাইলাম,
কিন্তু তিনি কথা বলতে ইচ্ছা করলেন না,
তিনি গভীরভাবে শেষবারের মতো ঘুমিয়ে গেলেন।
তিনি ঘুমিয়ে পড়ার আগে তাকিয়ে বাংলার আকাশ দেখলেন, তিনি বাড়ির চারিদিকে, পুত্র রাসেলের দিকে এবং সর্বোপরি দেশের বাতাস টেনে নিলেন আর কিছু বলারও চেষ্টা করলেন কিন্তু তাঁর মধ্যে বিরক্তিকর ভাব লক্ষ করা গেল।
তুমি ঘুমাও নিশ্চিন্তে
এখন তোমার ঘুমাবার সময়
কেন না, তোমার ত্যাগের মূল্য আমরা বুঝিনি,
তুমি ঘুমাও-
ঐ সিড়িতে
ঐ সিড়িতে দেখছি মহাকালের কাজ শেষে
ঘুমায় পিতা,
ঐখানে আছেন রাখাল রাজা
ঠিক ঐ সিড়িতে পড়ে আছে একগুচ্ছ শিমুল
এখানেই ঘুমাচ্ছেন আমাদের প্রিয় বাংলাদেশ।
পদ্মা যমুনা মেঘনা বুড়িগঙ্গার স্রোতে ভেসে যাচ্ছে
আমাদের মূল্যবোধের কান্নাদ্র শোকের ভেলা,
তাঁর শ্রমের মূল্য কেউ বুঝলো না,
তিনি দিনরাত জেল খেঁটেছেন এই মাটি ও মানুষের জন্যে,
এই গাছ পাখি তেরোশত  নদীর জন্যে,
এই আকাশ ও জোসনা-মাখা রাতের জন্যে,
এই আমাদের অনাগত সন্তান ও ভবিষ্যতের জন্যে।
কেন এই রক্তাক্ত প্রভাত?
এই কণ্ঠ স্তব্ধ করতে কি এই সব হত্যাকান্ড?

মীর আবদুর রাজজাক 
কবি ও প্রাবন্ধিক
প্রফেসর ও সাবেক বিভাগীয়প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ,  বগুড়া

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top