উত্তরসূরি : সুতপা দাশ ভৌমিক


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ২০:৫১

আপডেট:
১২ আগস্ট ২০২০ ২২:৫৪

 

যারা চলে যায় তারা কি ফিরে আসে?
এ প্রশ্ন বার বার বহু জনসমুদ্রে ভেসে আসছে অবিরত ধারায়।

কোন নাবিক পথ হারালে সে
পথ অন্য কোন নাবিকই পুনরুদ্ধার করে
তার পথ ধরে উত্তরসূরি আবার আসে
সে পথে।

দ্বিধা আছে প্রতিজনের
তবুও মনে হয় ফিরে আসে সম্পূর্ন না হলেও আংশিক বটে।

কারো মনে বিস্ময় জাগে!
বলে ওঠে বুকুন কে দেখ একদম রাঙা কাকু !
যত বড় হচ্ছে আরও বোঝা যাচ্ছে।
বাড়ির কর্তার বুক ফুলিয়ে বলেন দেখবি
ভবিষ্যৎ বলবে সেই এসেছে!!

কি করে হলো মিনি ঠাম্মার মতো
দেখো পিসিমনি ঠাম্মার মতো চলন
রং চোখ সব।
পানবিলাসী পিসিমনি বলে হ্যাঁ রে
আমি তো অবাক হয়ে যাই আর ভাবি
কি করে এমনটি হয়!!

হ্যাঁ হ্যাঁ এই ভাবে ফিরে ফিরে আসে
মায়া কী সহজে যায় তাই বোধ হয় 
সময়ের ব্যবধানে আসে।
যে টুকু তফাৎ থাকে শুধু 
নব জীবন আর নবীন বেশ একি গাছে
নব পত্রিকা আর খসে পড়া পাতা যেমন।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top