সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


লেখচিত্র : রহমান তৌহিদ


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ২২:৪৮

আপডেট:
৯ জুলাই ২০২০ ০০:০৭

রহমান তৌহিদ

 

সরকারী কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রণয়নের একটা ব্যাপার আছে, যা এসিআর নামে পরিচিত। প্রাজ্ঞজনেরা বলেন, এতে যথার্থভাবে কর্মকর্তার মূল্যায়ণ করা কঠিন। যাহোক, দীর্ঘদিন ধরে চলে আসা এসিআর এর প্রয়োজনীয়তা প্রসঙ্গে এক রসিকজন বলেছিলেন, দপ্তরে হাতাহাতি এড়ানোর জন্য এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
তো, সদ্য ’অনুবেদনকারী’ হওয়া এক কর্মকর্তা অধীনস্ত কর্মকর্তার এসিআরের ঘর পূরণ করতে করতে এক পর্যায়ে দ্বিধান্বিত হলেন। ফোন করলেন তাঁর স্নেহভাজন এক জুনিয়রকে।
ভাই, আপনি তো দীর্ঘদিন প্রশাসনে কাজ করেছেন, এসিআর এ লেখচিত্র কেমনে আঁকব বুঝতে পারছি না। একটু পরামর্শ দিতেন।
কি বলেন স্যার। আপনি তো ম্যাথমেটিক্সে এক্সপার্ট, তো কনফিউশনটা কোথায়?
না মানে, আমি যতটুকু বুঝি, বার গ্রাফ আঁকলে চলবে। এক্স অক্ষে মাস একক ধরে সময় আর ওয়াই অক্ষে কর্মকর্তার পারফমমেন্স ধরলে হবে। কনফিউশন হল পারফরমেন্সের এককটা কি হবে?
স্যার, একটু ক্লিয়ার করে বলেন তো, এসিআর এর কোন অংশ পূরণ করছেন?
এই তো আপনাদের সমস্যা। কোন কিছু সিরিয়াসলি নেন না। আরে ভাই ৫ম অংশ, ৫ম । দেখেন লেখা আছে ৫ম অংশ লেখচিত্র (অনুবেদনকারী পূরণ করবেন)।
বুঝেছি স্যার। আপনার ব্যাখা ঠিক আছে। তবে আপনাকে আঁকাআঁকি করে এত কষ্ট করতে হবে না। তাছাড়া গ্রাফ পেপার সব সময় পাওয়াও যায় না। এক কাজ করেন স্যার গ্রাফের তথ্যটাকে আপনি আধ্যাত্মিক ভাষায় রুপান্তর করে দু’লাইন লিখে দেন, তাতেই হবে।
বলেন কি , তাহলে লেখচিত্র অর্থাৎ গ্রাফের কি হবে?
স্যার, আমি যতদূর জানি, এ লেখচিত্রের ইংরেজী হল পেন পিকচার।
এবার আসি পিঠ চুলকানির গ্রাফে।
এক স্ত্রীর পিঠ চুলকে দিতে হয় স্বামীকে। তো, পিঠের যে স্থানটা চুলকায় সেখানটা ঠিকমতো চিহ্নিত করাটা সব সময় সম্ভব হয়ে ওঠে না। আর চুলকানি এমন এক জিনিস যে সঠিক সময়ে জায়গামতো না চুলকাতে পারলে মনে হয় সব চেষ্টা বৃথা। তো স্বামী এবার এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। স্ত্রীর পিঠের মেরুদন্ড বরাবর ওয়াই অক্ষ আর মাঝ বরাবর এক্স অক্ষ টেনে দিয়েছে। এবার এক্স, ওয়াই এর প্লাস মাইনাস দিয়ে সুন্দর ভাবে চুলকানির সঠিক জায়গা নির্ধারণ করা যাচ্ছে। এমন স্বামী হয় না ...
এবার স্বামীর রাগের গ্রাফ আঁকা শুরু করেছে স্ত্রী। সপ্তাহান্তে যখন সে গ্রাফ প্রকাশ করল তখন স্বামীর বোধদয়: সবাইকে সব কিছু শেখাতে নাই।

 

রহমান তৌহিদ
লেক সার্কাস , কলাবাগান ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top