করোনা ও উড়ে আসা গাঙচিল প্লেন : দ্বীপ সরকার


প্রকাশিত:
১১ জুলাই ২০২০ ২১:৫৭

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৯

 

এতোকাল উড়ে এসেছে, প্রশ্ন ওঠেনি
উড়ে এসে পড়েছে সমুদ্রে, প্রশ্ন ওঠেনি
আড়িপাতা শালিকজোড় কালে কালে দেখে এসেছে
সমুদ্রগামী পাগলা হাওয়ারা কালে কালে দেখে এসেছে

গাঙচিল প্লেন,উড়তে উড়তে, সামাজিক হতে হতে
বহুকাল বহু বছর এই আমার দেশে এসে পড়েছে প্রশ্ন তুলিনি

অথচ,এখন আকাশে প্লেন দেখলেই তেড়ে আসি
সমুদ্রের নীল ডলফিন তেড়ে আসে
কোভিড১৯ কে বরদাস্ত করতে পারছিনা আর

শালিকজোড় মসজিদ মন্দিরে গিয়ে দিতে যায় তালা
কিছু বকধার্মিক ভুল বুঝে ধর্ম শিখাতে আসে,
অথচ করোনার যদি হাত থাকতো- থাপরে শিখাতো ধর্ম
কিল ঘুষিতে গাঙচিল প্লেনের মটকে দিতো ধাতব পাখা

 

দ্বীপ সরকার
শাজাহানপুর, বগুড়া



আপনার মূল্যবান মতামত দিন:


Top