ক্লান্তহীন যোদ্ধা : খায়রুজ্জামান খান সানি
প্রকাশিত:
১১ জুলাই ২০২০ ২২:৪০
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩২

নিথর দেহটা থাকবে পড়ে
জীবনের সন্ধিক্ষণেও অপরের কল্যাণে উৎসর্গ,
দেহের সবটুকু রক্ত ঝরে যেতে থাকবে
শেষ নিঃশ্বাস ফেলবে যখন,
গুলির আওয়াজ কর্ণে প্রতিধ্বনিত হবে
বোমা-বারুদে ছেঁয়ে যাবে!
দীর্ঘশ্বাস ফেলবে ;
শেষ চাওয়াটা বেঁচে থাকলে,
দেশের কল্যাণে জীবনটা উৎসর্গ করতে চাইবে।
পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন কারর কথা করবেনা বিবেচনা,
তুমি ক্লান্তহীন যোদ্ধা।
নেই হতাশা,নেই আক্ষেপ,
শুধু দেশের কল্যাণে নিযুক্ত থাকা।
এ জীবন দিয়েছে কী?
অপরের কল্যাণে উৎসর্গ করছো?
রক্তের প্রতিটা ফোঁটায় ফোঁটায় উচ্চারিত হয়
পাগল দেশপ্রেমিক!
জন্ম দিয়েছে এ দেশ আমায়।
বিষয়: খায়রুজ্জামান খান সানি
আপনার মূল্যবান মতামত দিন: