সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


শামুক হও, শামুক : জালাল উদ্দিন লস্কর শাহীন


প্রকাশিত:
১২ জুলাই ২০২০ ২১:৫০

আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৮

 

মৃত মাছেরা যেমন অপলক
চেয়ে থাকে জ্যোতিহীন--
আমার দুচোখও এখন তেমন
কোনো কিছুতেই কোনো কিছু দেখে না।
দেখার শক্তি রহিত হয়েছে বহু আগে
তাই এখন আর মনের বিকার নেই
নেই প্রতিক্রিয়া জানানোর ঝামেলা।
বেশ আছি ঝক্কি ঝামেলা ছাড়া।
দেখতে চাইলেই বিপদ,
ঝামেলার মস্ত পাহাড় উড়ে এসে জুড়ে বসে
মনে, মগজে, চিন্তায় ও চেতনায়।
কোনো লাভ নেই দেখে।
যারা দেখতে জানে না কিংবা ছেড়ে দিয়েছে দেখার ভোগান্তি-
তারা বেশ ভালো আছে।
এর চেয়ে সেই ঢেঁড় ভালো, তবলচীর মতো তবলায় ঝংকার তুলে
সেই ঝংকারের সাথে তাল মিলিয়ে দোল,
দুলতে থাকো, দুলতে থাকো,
ঝুল, ঝুলতে থাকো।
এতো কিছু দেখার কী-ইবা দরকার !
মৃত মৎস্যদের ফলোয়ার হও-
মৃত মাছেরা যেভাবে চারপাশটা পরখ করে
সেভাবেই দেখতে শেখো।
নির্ঝঞ্ঝাট সে দেখাকে আরো প্রাণবন্ত করতে পারো
কান দুটোকে বধিরের মর্যাদা দিয়ে।
দেখবে না তবে শুনবে কেন?
শোনাও বন্ধ করে দাও। শুনে লাভ কী।
নিতান্ত অপারগ হয়ে যদি শুনতেই হয়-
আরামদায়ক, মজাদার, মুখরোচক কিছু শুনো।
শুনার সাথে আরামের কাজটাও হয়ে গেলো।
আর লাগাম পরিয়ে দাও জবানে।
স্পিচ ইজ গ্রেট, সাইলেন্স ইজ গ্রেটার।
যে নিরব থাকলো সে মুক্তি পেলো এই তত্বটাও মন্দ নয়।
সুতরাং বাকস্বাধীনতার দোহাই দিয়ে
মিতবাক হওয়ার সুযোগ কেন নষ্ট করবে তুমি?
অতএব মরা মাছের মতো দেখ
বধিরের মত শোনো, আর
বাকপ্রতিবন্ধির মতো ইশারাতে বলো।
তবে বলো কম। কম! একদম কম।
ভক্তিতে মুক্তি- হৃদয়ে ধারণ কর
এই অমৃত বাণী।
দেখবে জীবনের গল্প হবে
এক নির্ঝঞ্ঝাট কাহিনী।
আর যদি বুক ফাঁটিয়ে কিছু বলতেই হয়-
তবে মনে মোটেও নেই এমন কথা গলা বাড়িয়ে বলো।
তোমার মনের খবর কে রাখে?
মুখেরটাই দেখে এবং শুনে সবাই-
তাই মুখর হও স্তবস্তুতি আর বন্দনায়।
শামুকের মতো নিজেকে গুটিয়ে রাখো
আর অনেক অনেক ভাল থাকো।
ব্যাস!

জালাল উদ্দিন লস্কর শাহীন
শিক্ষক, উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, মাধবপুর,হবিগঞ্জ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top