সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


হৃদয়ের ক্যানভাস : এ. এইচ. এম. আওরঙ্গজেব জুয়েল


প্রকাশিত:
১২ জুলাই ২০২০ ২২:৫৪

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৪:১১

 

হাওয়ার রাতের বিস্রস্ত খোলা চুল
বিমোহ সম্মোহনে নিয়ে যায় বহুদূর।
কতবার ভাবি এ কিছু নয় নিছক মায়াজাল
হৃদয় শোণিতে বাড়ায় উত্তেজনার ধুম্রজাল।
তবু যারা এ পথে গিয়ে পেয়েছে সব সুখ
আত্মায় আত্মায় অটুট বিশ্বাস নিয়ে
আবার এসেছে ফিরে এ হৃদয়েরই কাছে
আবিল আকুল নিভানো দেউটি পরে।
হৃদয় সে তো নয়, 
নয় তো ছেলের হাতের মোয়া
না ধরে গাছে, না বাঁচে পানির স্পর্শ পেয়ে
বাড়ে শুধু সে প্রাণের ছোঁয়া পেলে।
হৃদয় নিয়ে গবেষণা করে 
গবেষক পায়নি কিছুই।
যা কিছু চিন্তা, যা কিছু ফল, 
সব হয়ে যায় মিছে।
যারা ভাবে, হৃদয় পাবে কোনো- 
ল্যাবরেটরি বা বিজ্ঞানাগারে,
হৃদয় তত সরে যায় তার গণ্ডির বাইরে।
পথের ধারের পাগল-পাগলি 
বোঝে না অত কিছু,
হৃদয় বলতে বোঝে তারা শুধু
দুটি মনে ফাঁক থাকে না এতটুকু।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top