সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


গোপন মায়া : সোমা ঘোষ


প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ২২:১৪

আপডেট:
৫ মে ২০২৪ ০৯:২০

 সোমা ঘোষ

 

বন তুলসীর গর্ভকেশরে পরাগ প্রেমিক গোপন
কাব্য ভাসে নীল হরফের অতল রসায়নে।
হলুদ গোলা সান্ধ্য লগনে উল্কি ছাপ জল নৌকা-
সুখ - দুঃখের গল্প বলে হাওয়ায় ওড়া পালে।
কবি তখন তীক্ষ্ণ প্রেমের ছবি এঁকে চলে।
বোষ্টমীর একতারায় পাগল প্রানের আকুতি,
পদবী ভুলে সে হরি প্রেমে বিভোর হয় বুঝি।
মিঞা-বিবির হাটে যে বিধবা যুবতী রোজ ফুল বেচে-
অকাল বর্ষণে তার সর্ব অঙ্গ যায় জ্বলে-

কেন কে জানে-
বিষের চেয়েও নীল রাতে কলতলা থেকে জল স্নানের শব্দ ভেসে আসে।

 

সোমা ঘোষ
কবি, কোলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত


বিষয়: সোমা ঘোষ


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top