হিসাব মেলেনি: বিশ্বজিৎ কর


প্রকাশিত:
১৯ জুলাই ২০২০ ২২:২০

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৪

 

ভালবাসার বিছানায় সেদিন রোদ এসেছিল -
তুমি দেখতেই পাওনি!
আনমনা দিগবালিকার মতো উদাস হয়েছিলে!
ভালবাসা সেদিন কবিতা বলেছিল-
তুমি শুনতেই পাওনি!
বিস্মৃতির অন্তরালে ডুব দিয়েছিলে!
ভালবাসা সেদিন তোমাকে চাইছিল-
তুমি বুঝতেই পারনি, হয়তো বুঝতে চাওনি!
ভালবাসা আজ পালিয়ে গেছে, উদাসীনতার চাপে! না, তোমার হিসাব মেলেনি!
ভালবাসা যে কোন যুক্তি মানে না!

 

বিশ্বজিৎ কর
কলকাতা পশ্চিমবঙ্গ, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Top