সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


দীর্ঘনিশি : জে জে জাহিদ হাসান 


প্রকাশিত:
২৩ জুলাই ২০২০ ২২:৩১

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৫:৪৫

 

প্রায় রাত ১১ টা বাজলে জীবিত লাশগুলোর হিসাব নিকাশ শুরু হয়,
যে যত বেশি অশ্রু ঝরাতে পারে তারই যেনো হয় জয়।
প্রায় রাত ১১ টা বাজলে কিছু হৃদয় চিৎকার করে কাঁদে আর কিছু বোবা মুখ কথা কয়,
কারো কারো চোখের কালো দাগের নিচে হাজারো স্মৃতি পরে রয়।
প্রায় রাত ১১ টা বাজলে কষ্ট গুলো যেনো জমাট বাঁধে চোখের কিনারে,
যত রাত গভীর হয় কষ্টগুলো যেনো ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে বাড়ে।
প্রায় রাত ১১ টা বাজলে কিছু হৃদয় পাথর চাপা দিয়ে রাখতে হয়,
তাছাড়া যে, তাছাড়া যে ব্যাকুল হৃদয় চিৎকার করে কান্না করে আর পুরানো দিনের কথা কয়।
প্রায় রাত ১১ টা বাজলে কিছু তাজা প্রাণ জ্বলে পুড়ে ছারখার হয়,
যত রাত গভীর হয় স্মৃতি গুলো যেনো ততই জ্বলে পুড়ে ছারখার হবার কথা কয়।
প্রায় রাত ১১ টা বাজলে বালিশের বুকে অঝোর ধারায় বৃষ্টি ঝরে, 
কিছু অবুঝ হৃদয় চোখের পানিতে বর্ষা নামায় নিজ নিজ অন্তরে।
প্রায় রাত ১১ টা বাজলে অন্ধকার স্মৃতিকে সঙ্গী করে কিছু হৃদয়কে চেপে ধরে,
বীভৎষ দানবের বলে অঠ্রহাসি হেসে বলে স্মৃতি দিয়ে ঘিরে মেরে ফেলি তোরে।
প্রায় রাত ১১ বাজলে কিছু বালিশের বুক সাদা রক্তে ভেসে যায়,
শুষ্ক বালিশের হৃদয় চোখের পানিতে বুক ভিজিয়ে শান্তি পায়।

 

জে জে জাহিদ হাসান
সমেশপুর, বেলকুচি, সিরাজগঞ্জ 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top