সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


জোনাক বাতি : বানীব্রত


প্রকাশিত:
২৫ জুলাই ২০২০ ২১:৩৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৪:০৩

 

রাতের নিরবতা ভেদ করে একটা জোনাকি,
তার ছোট্ট আলোতে জানান দেয়  অস্তিত্ব।
এক টুকরো স্বপ্নের খোজে ঘুমের দেশে পারি দেওয়া,
বন্ধ চোখের দুয়ারে কড়া নাড়ে জোনাক বাতি,
স্বপ্নরা ভীড় করে না আর ঘুমের দেশে,
একাকী রাতের এলোমেলো আস্ফালন,
বাইরে কালো মেঘের ভ্রুকুটি,
রাতের চাঁদটাও আজ বড় একা,
চাঁদের বুড়ি আজ আর চড়কা কাটে না।
বৃষ্টির ফোটা আজ পাতার ঠোঁট ছুঁয়েছে
ঝিঝি পোকারা আজ বড় বেসুরো বেহাগ গাইছে,
ঘুম নিয়েছে ছুটি,  নীরবে নিভৃতে কাঁদে আশা গুলো।
তবুও রাত আসে তার নিরবতা ছড়িয়ে
আর.. জোনাক বাতির কড়া নাড়া থেকে যায় অবলীলায়।



বানীব্রত
পশ্চিম বঙ্গ, ভারত




বিষয়: বানীব্রত


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top