সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


প্রিয়তমা নেই : কামরুল ইসলাম সাকী


প্রকাশিত:
২৫ জুলাই ২০২০ ২২:০৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১২:০২

 

আমাকে ভালোবাসিস বলার কেউ নেই,
ভীষণ কষ্টে বুকে জড়িয়ে ধরার কেউ নেই,
আমার সন্ধ্যা নামার আগে বাড়ি ফেরার তাড়া নেই,
হারিয়ে যাওয়াটা নিছক ছেলে মানুষী।
তাই আদুরে গলায়,
ভালোবাসি বলার মত কেউ নেই,
আমার কোথাও একটা প্রিয়তমা নেই।

আমার অপেক্ষা করবার বালাই নেই,
ঝগড়া হবার ভয় নেই,
আমার কোনো পিছুটান নেই,
আমার প্রিয় রং নেই, ফুল নেই,
মিস করছি কথাটি বলার মতও কেউ নেই,
আমার কোথাও একটা প্রিয়তমা নেই।

আমার আঙ্গুলে আঙ্গুল ছোঁয়াবার কেউ নেই,
গভীর রাতে ক্যাম্পাসে মরিচা বাতির নিচে হাত ধরে হাঁটার কেউ নেই,
বাতায়ন পাশে বসে আমায় নিয়ে প্রেম কাব্য লিখার কেউ নেই,
আমার একটা প্রিয় নেই।

আমার অভিমান পোষবার অধিকার নেই,
চোখের জল চোখেই শুখিয়ে যায়
মুছে দেবার মত কেউ নেই,
আমার চায়ের কাপে ভাগ বসানোর কেউ নেই,
মিষ্টি শাসনে বেঁধে রাখার মত শিকল নেই,
মস্ত বড় পৃথিবীতে আমার একটা প্রিয়তমা নেই। 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top