গন্তব্য : শেখ ফিরোজ
প্রকাশিত:
২৫ জুলাই ২০২০ ২৩:২৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৪৫

আমার কোন গন্তব্য নেই। গন্তব্য জানা নেই।
আজকাল রৌদ্রের প্রখরতা দেখে আসমান গিলে খাই ;
ওখানে নাকি মেঘ থাকে ; একদম পরিশুদ্ধ জল।
ওরা পরস্পরকে আলিঙ্গন করে ভাসে। ওদের আলিঙ্গনে কোমল শীতলতা।
ওখানে প্রেম দেখি, সম্পৃক্ততা দেখি, মরতে মরতে বেঁচে ওঠা দেখি।
ওসব আছে বলেই মৃতপ্রায় বিন্দু বিন্দু জল হয়ে ওঠে আকাশ জলধি।
অবিরত দগ্ধ জীবনের প্রখর রোদ্রে একাকী বসে -
তাই আসমান গিলতে বেশ ভালো লাগে আমার !
হঠাৎ আলোর ঝলকানি, অবিরত নিষ্ঠুর ধমকানি।
পরস্পর সংঘর্ষ, সংঘাত।
মর্তের আমাকে কোথায় নিয়ে যায় ? জানা নেই।
আমার কোন গন্তব্য জানা নেই।
অতঃপর নিজেকে আবিস্কার করি সেই সব জলে-
যারা আবার ফিরে এসেছে মর্তে; যে যার মতো !
অতঃপর বুঝেছি অতিপ্রেম গন্তব্যহীন, ক্রমাগত নিম্নগামী।
বিষয়: শেখ ফিরোজ
আপনার মূল্যবান মতামত দিন: