সিডনী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


মেঘের খেলা : সুমন রঞ্জন সেন 


প্রকাশিত:
২৬ জুলাই ২০২০ ২২:৪৭

আপডেট:
২৬ জুলাই ২০২০ ২২:৫১

 

আকাশ মাঝে মেঘের খেলা
মম আকাশ নাচে,
ভুবন জুড়ে নতুন আভা
বর্ষা রাণী কাছে। 

শরৎ কালে শিউলি তলে
ফুলের দেখা কত,
শিশির ভেজা ভোরের আলো 
মনের ভাব শত। 

বর্ষা গেলে শরৎ আসে
খুশি সবার মন,
মধুর সুরে ডাকছে পাখি 
সাথে আপন জন। 

শোকের ছায়া যখন বুকে
আনন কালো থাকে, 
সবার হাসি আনন যাহা
দুঃখ ঢেকে রাখে। 

বদল হবে দিনের গতি
বদল হবে সব,
আশার বশে জীবন চলে
করি না তাই রব। 

 

সুমন রঞ্জন সেন
করিম গঞ্জ, আসাম



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top