হৃদয় দিয়ে ছোঁয়া : টুকু রহমান


প্রকাশিত:
১১ আগস্ট ২০২০ ২৩:১২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৫৮

 

আকাশ হৃদয় দিয়ে
ছোঁয়া যায়,
সমুদ্রের জলরাশি দেখে
সৃষ্টিকর্তার পরিচয়
পাওয়া যায়,
সুর্য উঠে, অস্ত যায়
তোমার ইশারায়।
আসমান থেকে বৃষ্টি পড়ে
ধরণীতে,
তোমার সৃষ্টি কুল জীবন
ফিরে পায়।
ফসল ফল ফলাদি
ফুলে ফলে
জমিনে ভরে উঠে,
বীজ থেকে শস্যের  চারা
তা থেকে পাকা ছড়া
বাতাসের প্রবাহ, জীবন্ত
ঠিকানা খুজে পায়।
গাছপালা তরুলতা সমস্ত
সৃষ্টির মধ্যে প্রভুকে দেখা যায়।
হৃদয় দিয়ে ছোঁয়া যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


Top