বিজয় এলো তারপর : মজনু মিয়া
প্রকাশিত:
১৫ আগস্ট ২০২০ ২২:৪৩
আপডেট:
১৫ আগস্ট ২০২০ ২৩:১৯

আর্তনাদ চিৎকার মৃত্যু মিছিল
বাংলাদেশ এক রক্ত নদী!
হাহাকার দুর্ভিক্ষ পীড়িত মানুষের ঢল,
দলে দলে ত্যাগ করছে আপন নিবাস!
এক দল মুক্তিকামি নিজেদের জীবন -
বাজি রেখে, ছুটল মৃত্যু বহন করে!
গুপ্ত আঘাত চোরা আঘাত সম্মুখে যুদ্ধ,
জীবন দিয়ে জীবন নিয়ে বিজয়োল্লাস!
এক মহানায়কের ইতিহাস সৃষ্টি হলো,
বন্দী জীবনেও মৃত্যুকে আলিঙ্গন করেও
হার মানেনি।
অবশেষে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে
এই বাংলাদেশ।
তবুও শেষ হলো না যুদ্ধ, লোভী আঘাতে বীরের
জীবন অবসান হলো, নিষ্ঠুর এই আগষ্টে!
বিষয়: মজনু মিয়া
আপনার মূল্যবান মতামত দিন: