মুজিবাদর্শের সৈনিকেরা কই? : তানিয়া সুলতানা হ্যাপি


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২০ ২২:৪৫

আপডেট:
১৫ আগস্ট ২০২০ ২৩:১৮

 

চারিদিকে চলিতেছে সার্কাস!
নানান জনের নীতিহীন কৃতকর্মে
চোখে দেখছি বাক্কাস!

কেউবা চোখে রঙ্গিন  চশমা দিয়ে
ঘুরতেছেন তাক-দিনা-দিন!
কেউবা আবার বৈশ্বিক করোনায়
নিদারুণ কাটাচ্ছেন দিন।

মোসাহেবদের ফাঁদে পড়ে
শারমিন যায় জেলে।
পেটের দায়ে আর্দশ আর পরিশ্রম
রইলো না ঢাল হয়ে।

মুজিবাদর্শের সব সৈনিকেরা কই?
এভাবে আর কতোদিন চলবে? 
সুস্থ মনের মানুষেরা আবার বজ্র কন্ঠ তুলো 
মুজিবাদর্শের সৈনিকেরা সব
সাহসী তর্জনী দিয়ে  রাজপথে ওঠো ক্ষেপে।

তোমরা ঘুরে দাঁড়ালেই রাজপথ উঠবে কেঁপে 
সাবরিনা-শাহেদদের দিন নিঃশেষ হবে চিরতরে। 

ভয় কেন বন্ধুরা সবাই জেগে ওঠো নির্ভীক!
জেনে রেখো আজো মাথার উপরে 
ছায়া হয়ে আছেন 
জাতির পিতার রক্ত বীজ।

মুজিবাদর্শের সব সৈনিকেরা কই?
আবার জেগে উঠো আপন তেজে।
পিতা মুজিবের রক্তের বদলা
আমরাই নিয়েছি রক্ত দিয়ে।
পিতা মুজিবের আদর্শ, রাজনীতি
আমরাই ধরে রেখেছি সহ্য-ধৈর্য্য- আর ত্যাগে।

বঙ্গভবন আর গণভবনে যাদের অবাধ আনাগোনা 
মাসের পর মাস গেলেও আমাদের  এপোয়নমেন্ট মেলে না!
দিনকে দিন রাজনীতিকে যারা করেছে আদর্শহীন!
আদর্শ প্রতিষ্ঠাই হোক
মুজিব সৈনিকের ব্রত।
সুস্থ মনের আর্দশিক মানুষেরা আবারো
রাজপথে ব্জ্র কন্ঠ ছাড়ো।

মুজিবাদার্শের সৈনিকেরা কই?
গর্জে উঠো আবারো।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top