রাসেল সোনা : আলাউদ্দিন হোসেন  


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২০ ২২:৫৪

আপডেট:
১৬ আগস্ট ২০২০ ২২:০৬

 

একটা ফুলের কলি যেখানে রেহাই পেল না 
সেখানে আর কি আশা করা যায়!
আঁধার রাতে যারা ফুলকলির রাজ্যে প্রবেশ করে
একটা কলি ধ্বংস করলো
তারা কি নরপিশাচ নয়! 

তারার মত সুন্দর একটা দেহকে
যারা আঘাত করলো তারা কি ঘাতক নয়!
যে ফুলকলি চাঁদের মত হাসিমাখা একটি ফুটন্ত ফুল হয়ে বাঁচতে চেয়েছিল
দয়ামায়াহীন হানাদারের দল তাকে এভাবে ধ্বংস করে দিলো!

 

আলাউদ্দিন হোসেন
শিক্ষার্থী

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top