একবার ভালোবেসে দেখতে পারো : জাহেদ রনি


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২০ ২৩:০৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:২২

 

একবার ভালোবেসে দেখতে পারো,
আমি বলবো না তোমার জন্য হিমালয়
পর্বত জয় করে ফেলবো 
কিংবা মাথার উপর এক টুকরো আকাশটা তোমার করে দিবো,
কারণ ওসব আমার ক্ষমতার বাইরে,
তবে একটা পথ্য দিতে পারি উজার করে
যা দিলে একজনম দিব্যি কাটিয়ে দেয়া যাবে দুজনে,
একবার ভালোবেসে দেখতে পারো,
আমি বলবো না তোমার জন্য
গোটা রাজ্যের রাজত্ব এনে দিবো
অথবা বলবো না চাঁদকে তোমার হাতের
মুঠোয় এনে দিবো,
ওসব আমার একদমই নিয়ন্ত্রণের মধ্যে পড়ে না,
তবে আমার হৃদয়ের মালিকানা তোমার
হাতে তুলে দিতে পারবো,
একবার ভালোবেসে দেখতে পারো
আমি বলবো না তোমার জন্য
ঘড়ির কাটা থামিয়ে দিনকে রাত অথবা রাতকে
দিন করে ফেলবো,
ওসব আমার একদমই সামর্থ্যের মধ্যে পড়েনা,
তবে আমি তোমাকে জীবনের একশো
একতম বসন্তে দাড়িয়েও পাকা চুল, সাদা দাড়ি নিয়ে একইরূপ ভালোবেসে যাবো।



আপনার মূল্যবান মতামত দিন:


Top