সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


পনেরো আগষ্টের অভিশাপ : মীর আবদুর রাজজাক


প্রকাশিত:
২০ আগস্ট ২০২০ ২৩:০৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০০:২৯

 

পনেরো আগস্ট ঘোর অমাবস্যায়
চারিদিকে এক অশুভ শক্তি
তছনছ করে দেয়
আমাদের ফুলের বাগান,
গোয়ালে গাভির দুধ, পুকুরের মাছ,
ভাটিয়ালি গানের সুর,
আমাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়
বৈশাখী ঝড়ের তাণ্ডবে।

পনেরো আগষ্টের অভিশাপেই
নৈতিক পদস্খলন, মানবিকতার বাণী
রুপ রস গন্ধহীন ফুলের মতো,
কেননা, জাতির পিতাকে আমরাই হত্যা করেছি,
প্রকৃতি তার প্রতিশোধ গ্রহণে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে,
খুনিরা ফাঁসির মঞ্চে ঝুলেছে
তবুও তাদের আস্ফালন
বিবেকের কষাঘাতে জর্জরিত আমাদের মূল্যবোধ।
পনেরো আগষ্টের শহীদেরা দিচ্ছে অভিশাপ!


মীর আবদুর রাজজাক
কবি ও প্রাবন্ধিক, প্রফেসর ও সাবেক বিভাগীয়প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ,  বগুড়া

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top