সিডনী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


করোনা বিলাপ : আইরিন জামান


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২০ ২১:০৫

আপডেট:
১৪ অক্টোবর ২০২০ ২২:২০

 

ক্লান্ত মানুষ ক্লান্ত জীবন
ক্লান্ত গোটা বিশ্ব
সব হারিয়ে মানুষ গুলো
আজ যে বড় নিঃস্ব ।

আশার বাণী প্রবোধ বাণী
আজকে লাগে ফিকে
করোনা থেকে নিস্তার নেই
বুঝেছি ঠেকে শিখে ।

সুরক্ষারই তত্ত্ব শিখি
শিখি কত কিছু
তবুও কি ভরসা জাগে?
ভয় ছাড়ে না পিছু ।

ভ্যাকসিনেরই আশায় মানুষ
গুনছে বুঝি দিন
শুনেছি তা তৈরি হতে
লাগবে বছর তিন ।

ক্লান্ত তুমি ক্লান্ত আমি
ক্লান্ত গোটা বিশ্ব
জীবন খাতার পাতায় তবে
এই কি শেষ দৃশ্য?

 

আইরিন জামান
কবি, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top