নদী তুমি : রেবা সরকার


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২০ ২০:৪৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:৩২

 

নদী তুমি

নদীটির নাম জানা নেই শুধু ঝকঝকে চোখদুটি
পাখিটির নাম জানা নেই শুধু কালো মিশমিশে দেখি

শ্রাবণ মেঘের পরেও বৃষ্টির ঝমঝমাঝম ঝম
পুজোর কালের পরেও পুরাতনী গানের আসর

একই শরৎ ফিরে দেখা কুয়াশা ভোর
মিঠে রোদ্দুরে আমি ছুটে ছুটে বেড়াই

নদীটির কাছে জানতে চাই
পাখিটির কাছে জানতে চাই

আমার প্রথম বর্ণপরিচয় ।

 

সখা তুমি

কাঁধে হাত রাখো পরিপূরক হয়ে উঠি
ব্যস্ততায় নয়ন আকাশে

পরিচ্ছন্ন গঙ্গা বয়ে যায়
কাঁধে হাত রাখো কৃষ্ণ সখা আমার ।

 

রেবা সরকার
কোলকাতা, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top