সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সেই কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষায় : জাহানারা নাসরিন 


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২০ ২২:১৩

আপডেট:
১০ অক্টোবর ২০২০ ২২:২৯

 

"কুয়াশার বুকে ভেসে একদিন হয়তো
আবার কবি আসবে এ কাঁঠাল-ছায়ায়,
হয়তো-বা হাঁস হবে, কিশোরীর-ঘুঙুর
রহিবে লাল পায়।"

এই ছন্নছাড়া বিষাদময় পৃথিবীতে 
আমি জীবনানন্দ হতে চাইনা,
আমি চাইবোনা কবির মতো আবার
ফিরতে এই নিষ্ঠুর ধরায়।
এখানে মানব আর নেই মানব পরিচয়ে, 
মনুষ্যত্বের সবটুকু গেছে তার ক্ষয়ে।
সবখানে হেরি ধনী-গরীবের ঘোর ব্যবধান,
তারও অধিক হিন্দু-মুসলমান। 
বাতাসে জীবন্ত মানবের পোড়া গন্ধ, 
ধর্ষিত শিশুর করুণ আর্তনাদ,
দিবালোকে চলে গলা কাটাকাটি,

বিবেকের আকালে ঝাপসা চারদিক। 
বিচারহীনতা সংস্কৃতির প্রভাবে 
দিনে দিনে বাড়ছে অমানবিকতার জটলা,
বাড়ছে পৈচাশিকের দখল।
ক্রমশ বীভৎস দানবতার রূপ-জৌলুশে
বিদীর্ণ প্রায় কলিজা, শত ক্ষত বুকে,
বেঁচে আছে জীবন যেন কল্কীর ধাঁচে।

বিদায় জানিয়ে এই স্বার্থপর পৃথিবীকে
একদিন হারিয়ে যাবো দূর কোনো বাস্তবতায়।
তবুও পথিকের মতো চেয়ে থাকি
কখন আসবে সেই কাঙ্ক্ষিত সময়,
বিশ্বাস করি তুমি আসবে, 
কেন আসবে না !

হয়তো ভোরের দোয়েল আবার শোনাবে গান
বইবে দক্ষিণা সমীরণ, শীতল করবে প্রাণ,
হয়তো আবার আসবে শান্তি নিয়ে 
কবির সেই নাটোরের বনলতা সেন।

 

জাহানারা নাসরিন 
সহকারী শিক্ষক  
দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়     
কোম্পানীগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top