সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


মিলির ভাবনা


প্রকাশিত:
৪ এপ্রিল ২০১৯ ১৪:২৫

আপডেট:
৩০ মার্চ ২০২০ ১৭:০২

মিলির ভাবনা

নাজমা বেগম: এলো মেলো ভাবনা গুলো মনের মাঝে জেগে ওঠে।স্মৃতির পায়রা গুলো উড়ে যায় নীল আকাশে। কত স্মৃতি এসে ভীর করে মনের নোঙরে।বয়সের সথে সাথে স্মৃতির পাতাও হয়েছে ভারী।

প্রায়ই মিলির মনকে ভাবিয়ে তুলে কিছু প্রশ্ন।প্রতিবাদ করলে থাকা চাই,পায়ের নীচে একটা শক্ত মাটি। যদি পাশে থাকা মানুষটা বুঝতে পারে তার ভীত শক্ত নয়। আর যদি নেয় তার সুযোগ। তাহলে সে কি করে হয় হৃদয়ের মানুষ?একটা ক্ষিন হাসি মিলির ঠোঁটের কোনে এসে একটা দীর্ঘ শ্বাস নেয়।দুইটা মানুষ একটা বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হয়।বন্ধন একটাই কিণতু মানুষ গুলো দুই জন দুইজনই রয়ে যায়। তারা যেনো আর পারে না হাতে হাত রেখে চোখে চোখ রেখে এক হতে। পাশের মানুষ হয়েই থাকে।হয় না মনের মানুষ।

চলার পথে ভুল ভ্রান্তিতে ভরে ওঠে জীবন। ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষোভ জমতে থাকে বুকের মাঝে।মেঘ জমে আকাশ কালো হয়ে নামে ভারী বর্ষন। তেমনি ক্ষোভ গুলো প্রতিবাদ হয়ে কণঠ চিরে বের হয় আর আখীঁ ভরা তপ্ত জলে শান্ত হয়।

নিয়তী একটা কুরুক্ষেত্র এক এক জনের জীবনে এক এক ভাবে হানা দেয়। কেউ হাসে কেউ কাঁদে কেউ পারে হাত বাড়িয়ে স্বপ্ন ছুঁতে। কেউ পারে না। যে পারল সে চলে যায় সামনের দিকে এগিয়ে।যে পারে না তাকেও চলতে হয়। কিণতু এই দুই চলার মাঝে যে ব্যবধাান,তার মাঝে একটা বড় ফারাক রয়েই যায়।

নিয়তীকে মেনে মিলি ধরলেন ধৈর্য্য।দু অক্ষরের একটা ছোট শব্দ ধৈর্য্য।ছোট বটে কিণত তার যে কত শক্তি।যতই ফেলো চোখের পানি আর করো অনুনয় বিনয় কিছুতেই ক্ষয় না তার শক্তি।সান্তানার বাণী তার একটা আছে বড়ই মজবুত।

ধারন কর ধৈর্য্য

ধৈর্য্যের ফল অতি মিষট।

আমরা ছুটি মরিচীকার মত সেই মিষট আহরনের জন্য।

জীবনটাকে লাগে কূয়াশার মত। সবই ধোয়াশা।এযেনো ধরনীর এক নিষঠুর খেলা আলো ছায়ার মত।

আজকাল চোখের দৃষিট টাও ভীতর থেকে যেন একটু ক্ষিন হয়ে আসছে।আয়নায় মুখ দেখতে গেলে কপালের কাছের সাদা চুল গুলো চিক চিক করে ওঠে।ভীতর থেকে কে যেনো বলে উঠল, মিলি আর কত ভাববে?

ভাবতে ভাবতে তো জীবন থেকে অনেকটা সময় চলে গেলো।এখন তোমার বয়স হয়েছে।কে কে তুমি বাড়িয়ে দিও না আমার বয়স। আমাকে ভাবতে দাও আমি আমার ভাবনা গুলোকে ছুঁয়ে দেখতে চাই।

মিলি তার সম্বিত ফিরে পায়। মনে পরে তার প্রিয় ব্যক্তিত্ব মরহুম আনিচুল হক এক বক্তৃতায় বলেছিলেন, "মানুষ যতদিন বাঁচে ততদিন স্বপ্ন দেখে, স্বপ্ন মানুষকে বাচিঁয়ে রাখে।"এখান থেকে মিলি সাহস সণচয় করে।সেও স্বপ্ন দেখে। তার ভাবনার চারা গাছ গুলো শাখা প্রশাখা মেলে ছড়িয়ে যাক দিক থেকে দিগন্তে। ভাবনায় নয় বাস্তবে হোক মিলির স্বপ্ন পূরন।আর নয় ভাবনা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top