সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


মহালয়া ও দুর্গোৎসব : শিবব্রত গুহ


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২০ ২০:১২

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০০:৫৫


মহালয়া হল একটি পবিত্র দিন। বাঙালীদের সর্বশ্রেষ্ঠ উৎসবের নাম হল দুর্গাপূজা। এই দুর্গাপূজার সাথে মহালয়ার এক বিশেষ যোগ রয়েছে। মহালয়া আসলেই আপামর বাঙালী জাতির মনে আনন্দের জোয়ার বইতে থাকে।
এই মহালয়ার এক বিরাট গুরুত্ব আছে বাঙালীদের জীবনে। ত্রেতা যুগে, ভগবান শ্রীরামচন্দ্র, অকালে দেবীর আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতা মাতাকে উদ্ধার করার জন্য। বসন্ত কালে যে দুর্গা পূজা হয়, তাকে বলে বাসন্তী পূজা। শ্রীরামচন্দ্র অকালে পূজা করেছিলেন বলে, এই শরৎকালে, দেবী দুর্গার পূজাকে দেবীর অকাল বোধন বলে।

শাস্ত্র মতে, ২০২০ সালে মা দুর্গার আগমন হবে দোলায়। দোলায় চড়ে বাপের বাড়ির  উদ্দেশ্যে স্বামীর ঘর থেকে রওনা দেবেন তিনি। বিশেষজ্ঞদের মতে, দোলায় আগমন এর অর্থ মড়ক। ফলে পুজোর বা তার পরবর্তী সময়েও মহামারীর পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ২০২০ সালের মায়ের গমন এবার গজে। অর্থাৎ হাতিতে চড়ে মা বাপের ঘর ছেড়ে পাড়ি দেবেন স্বর্গে। গজে চড়ে গমনের ফল শুভ হয়। 


হিন্দু সনাতন ধর্মে, কোন শুভ কাজ করতে গেলে, যাঁরা প্রিয়জন, মানে প্রয়াত মাতা - পিতার জন্য, সাথে সমগ্র, জীব - জগতের জন্য, তর্পণ করতে হয়। তর্পণ মানে খুশি করা। সেই অনুযায়ী, এই পুণ্য মহালয়ার দিনে, যাঁরা পিতা মাতাহারা, তাঁরা তাঁদের পূর্বপুরুষদের শ্রদ্ধার সাথে স্মরণ করে, পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে প্রদান করে, তর্পণ।
এই নিয়ম অনেকদিন ধরেই চলে আসছে। এখনো তা সুন্দর ভাবে বজায় আছে। মহালয় থেকে মহালয়া। এ এক বড়ই সুন্দর নিয়ম, যার হয় না কোন তুলনা।

 

মহালয়ার দিন ভোরে রেডিওতে, যে অনুষ্ঠান না শুনলে, ভরে না মন, তার নাম কি জানেন?

তার নাম হল মহিষাসুরমর্দিনী। এটি একটি বেতার অনুষ্ঠান। মহিষাসুরমর্দিনী মানে কি? এর মানে হল মহিষাসুরকে দমনকারী। এটি একটি অনবদ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত, এত সুন্দর ভাবে সাজানো, যা বলার অপেক্ষা রাখে না। এই অনুষ্ঠান যতবার শুনি, ততবারই লাগে ভালো। এটি আকাশবাণী বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত একটি জনপ্রিয় বাংলা প্রভাতী বেতার অনুষ্ঠান।


দেড় ঘন্টার এই অনুষ্ঠানে আছে, চণ্ডীপাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সংগীত প্রভৃতি। এর জনপ্রিয়তায় আজো পড়েনি কোন ভাটা। এই অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন যিনি, তিনি হলেন আমাদের সবার প্রিয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এনার চণ্ডীপাঠ শুনলে, মন ভরে ওঠে এক অপূর্ব ভক্তিরসে।
এই অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেছেন, দ্বিজেন মুখোপাধ্যায় ( জাগো দুর্গা), মানবেন্দ্র মুখোপাধ্যায় ( তব অচিন্ত্য), সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, শ্যামল মিত্র প্রভৃতি প্রথিতযশা সঙ্গীতশিল্পীরা। যেমন এইসব গানের কথা, তেমনি তার সুর।


মহালয়ার পূণ্য তিথিতে অমাবস্যার যোগ শুরু হবে ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার সন্ধ্যা ৭ টা বেজে ০৭ মিনিট থেকে। অমবস্যা শেষ হবে - ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার বিকেল ৫ টা বেজে ৪ মিনিটে। এর ঠিক একমাস পর ২০২০ সালের দুর্গাপুজো শুরু হবে ২১ অক্টোবর বুধবার। 
মহালয়া প্রতি বছর আসে, প্রতি বছরই বাঙালী জাতির মনকে দিয়ে যায় ভক্তিরসে রাঙিয়ে।

শিবব্রত গুহ
কোলকাতা, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top